কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে?

কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে?

চিকিৎসকের পরামর্শ নিতে হবে-

  • স্তনে চাকা বা পিণ্ড দেখা দিলে
  • স্তনের বোঁটার কোন ধরনের পরিবর্তন, যেমন ভেতরে ঢুকে গেলে, অসমান বা বাঁকা হয়ে গেলে
  • স্তনের বোঁটা দিয়ে অস্বাভাবিক রস বের হলে
  • স্তনের চামড়ার রং বা চেহারায় পরিবর্তন হলে
  • বাহুমূলে পিণ্ড বা চাকা দেখা গেলে

বয়স ৩০ বা ৩৫ হবার পর সব নারীর উচিত নিয়মিত নিজের স্তন পরীক্ষা করে দেখা। এজন্য মূলত তিনটি পদ্ধতি প্রচলিত আছে।

  • ম্যামোগ্রাম বা বিশেষ ধরনের এক্স রে, যার সাহায্যে স্তনের অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে।
  • সুনির্দিষ্ট নিয়মে চাকা বা পিণ্ড আছে কিনা, চিকিৎসকের মাধ্যমে সে পরীক্ষা করানো।
  • নিজে নিজে নির্দিষ্ট নিয়মানুযায়ী স্তন পরীক্ষা করা।

লিংকঃ https://www.bbc.com/bengali/news-50254200