বেশি নারীর কিন্তু খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে স্তন ক্যান্সারের অবস্থান দ্বিতীয়। বেশির ভাগ ক্ষেত্রে নারীদেরই স্তন ক্যান্সারে ঝুঁকি বেশি। রোগটি নীরব ঘাতক হলেও প্রথম থেকেই সচেতন থাকলে ভোগান্তি ও মৃত্যুর হার কমানো যায়। একই সাথে স্তন ক্যান্সারের কারণে লজ্জা, শঙ্কা ও ভয় দূর করতে হবে। নারীদের স্তন ক্যান্সারের পাশাপাশি জরায়ু ক্যান্সারেরও ঝুঁকি থাকে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে সচেতন থাকলে তা নির্মূল করা সহজ। আর সচেতনতায় নারীদের ব্যবহার করা উচিত সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন।